
শম্ভুনাথ সেনঃ
বিশ্বকবি রবীন্দ্রনাথের তৃতীয়বার জাপান যাত্রার শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে ২৩-২৫ নভেম্বর তিন দিনের চিত্র প্রদর্শনী আজ শেষ হলো। গত ২৩ নভেম্বর বিশ্বভারতীর রবীন্দ্রভবনে এই অনুষ্ঠানের সূচনা হয়। আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয়কুমার সরেন। উল্লেখ্য, রবীন্দ্রনাথের সঙ্গে জাপানের সম্পর্কের নিদর্শন মেলে বিভিন্ন বই ও তাঁর চিঠিপত্রে। সর্বমোট পাঁচবার তিনি জাপান সফর করেন।আজ থেকে ১০০ বছর আগে রবীন্দ্রনাথ তৃতীয়বারে জন্যে জাপান গিয়েছিলেন। তাঁর সেই জাপান যাত্রাকে স্মরণীয় করে রাখতে বিশ্বভারতীর রবীন্দ্রভবন এবং জাপানিজ বিভাগ নিপ্পন ভবনে চিত্র প্রদর্শনী কর্মশালার আয়োজন করা হয়। তিন দিনের এই অনুষ্ঠানে রবীন্দ্রনাথের জাপানযাত্রাকে স্মরণ করা হয়। বিখ্যাত জাপানের শিল্পী মিশাকো সাইনে তার চিত্ত প্রদর্শনী নিয়ে হাজির ছিলেন রবীন্দ্রভবনের বিচিত্রা হলে। মূলত জাপানি ইঙ্ক দিয়ে সাদা কালো ছবি আঁকেন তিনি।
বিভাগীয় পড়ুয়ারা অংশগ্রহণ করে বলে জানিয়েছেন অতিথি অধ্যাপক সুদীপ সিংহ।