
শম্ভুনাথ সেনঃ
ঐতিহ্যবাহী শান্তিনিকেতনের পৌষ মেলা এবার অনুষ্ঠিত হবে পূর্বপল্লীর মাঠেই। বিশ্বভারতী আগেই তা জানিয়ে দিয়েছে। আগামী ৩ ডিসেম্বর থেকে ১৫০০ স্টলের জন্য অনলাইন বুকিং করতে পারবেন। উল্লেখ্য, এবার এই পৌষ মেলা ৪ দিনের বদলে হবে ৬ দিন। এ কথা জানিয়েছেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সরেন। এমন খবরে শান্তিনিকেতনের ছাত্র-ছাত্রী থেকে এলাকার মানুষ, পর্যটন ব্যবসায়ী থেকে হস্তশিল্পীরা, হোটেল ব্যবসায়ী সহ ক্ষুদ্র ব্যবসায়ী সবাই আশায় বুক বাঁধছেন। দুদিন দেওয়া হবে মেলা ভেঙে ফেলার সময়। গ্রীন ট্রাইব্যুনাল এবং পরিবেশ দপ্তরের নির্দেশ অনুযায়ী প্লাস্টিক বর্জিত পৌষমেলায় যাতে কেউ প্লাস্টিক ব্যবহার না করে সেই জন্য নগর উন্নয়ন দপ্তর থেকে মেলা ঢোকার সময়ই যাত্রীদের হাতে তুলে দেওয়া হবে বিনা পয়সায় কাগজের ব্যাগ। মেলা দর্শনার্থীদের কাছে এ এক সুখের খবর। সুষ্ঠুভাবে মেলা পরিচালনার জন্য জেলা প্রশাসনের সাথে বিশ্বভারতী কর্তৃপক্ষের নিয়মিত বৈঠক চলছে। ইতিমধ্যেই মাঠ ঘুরে দেখেছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকরা। স্থানীয় বিধায়ক তথা শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক সহ জেলা প্রশাসন ও জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকরা বৈঠকে বসেছেন ঘুরে দেখেছেন মেলার মাঠ।

উল্লেখ্য, বিশ্বভারতী কর্তৃপক্ষের উদ্যোগে পূর্বপল্লীর মাঠে শেষ বার মেলা হয়েছিল ২০১৯ সালে। তারপর বিশ্বভারতীর উদ্যোগে আর এই মাঠে মেলা হয়নি। বোলপুর শান্তিনিকেতনের অর্থনীতি বড় ধাক্কা খেয়েছিল। যদিও গত বছর বিশ্বভারতীর অনুমতিক্রমে রাজ্য সরকার ও বীরভূম জেলা প্রশাসনের আয়োজনে পূর্বপল্লীর মাঠেই বিকল্প পৌষ মেলা অনুষ্ঠিত হয়। আর এইবার বিশ্বভারতী কর্তৃপক্ষের উদ্যোগেই শান্তিনিকেতন ট্রাস্ট ও জেলা প্রশাসনের সহযোগিতায় সেই পুরোনো ঐতিহ্য নিয়েই পৌষ মেলা শুরু হবে ৭ পৌষ। সেই অপেক্ষায় এখন দিন গোনা শুরু।