
মেহের সেখঃ
প্রসিদ্ধ গীতিকার ও লেখক ঠাকুর প্রসাদ সিংহের জন্মশতবার্ষিকী উপলক্ষে সাহিত্য অকাদেমির উদ্যোগে ২৭ নভেম্বর বুধবার দিল্লীতে সাহিত্য অকাদেমির সভাগৃহে ‘সাহিত্য মঞ্চ’ নামে একটি কার্যক্রমে ঠাকুর প্রসাদ সিংহের ব্যক্তিত্ব এবং কৃতিত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উক্ত কার্যক্রমে অধ্যক্ষের আসন অলংকৃত করেন প্রখ্যাত গীতিকার রাজেন্দ্র গৌতম। রাজেন্দ্র গৌতম তাঁর অধ্যক্ষতার ভাষণে বলেন ঠাকুর প্রসাদ সিংহের গীত গুলো অনুভব জনিত ভাষার প্রয়োগে অমূল্য গীত হয়ে উঠেছে। তাঁর গীত গুলোয় রঙের সঙ্গে জুড়ে বিভিন্ন বিশ্লেষণের বহুল প্রয়োগ আমাদের আশ্চর্য করে। অনুষ্ঠানে রাধেশ্যাম বন্ধু, জগদীশ ব্যোম ও রমা সিংহরা ঠাকুর প্রসাদ সিংহকে নিয়ে আলোচনা করেন এবং লেখা পাঠ করে শ্রোতাদের মুগ্ধ করেন। অনুষ্ঠানের সঞ্চালক সাহিত্য অকাদেমির উপসচিব ড. দেবেন্দ্র কুমার দেবেশ ঠাকুর প্রসাদ সিংহের লেখা ‘কুব্জা সুন্দরী’ এবং ‘সাত ঘরো কা গাঁও’ উপন্যাস দুটো নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং তাঁর লেখা উপন্যাস গুলো কীভাবে আদিবাসী সম্প্রদায়ের জীবন আখ্যান উঠে এসেছে সেই বিষয়টি তুলে ধরেন।