
উত্তম মণ্ডলঃ
বীরভূমের মুকুটে নতুন পালক লাগতে চলেছে এবার। শুরু হলো তার পথ চলা। হায়দ্রাবাদের পর ভারতের দ্বিতীয় বেলুন উৎক্ষেপণ কেন্দ্র গড়ে উঠতে চলেছে এ জেলার রাজনগর ব্লকের চন্দ্রপুরে। চন্দ্রপুর থানার পাশেই ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো তার। মহাকাশ গবেষণা সংক্রান্ত যাবতীয় তথ্য পেতেই এ ধরনের উদ্যোগ। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে হাজির ছিলেন বীরভূম জেলাশাসক বিধান রায়, রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধুসহ সংস্থার বিজ্ঞানী থেকে বিভিন্ন বিশিষ্টজনেরা৷ জানা গিয়েছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন ‘ইণ্ডিয়ান সেন্টার ফর স্ফেস ফিজিক্স’ বা আইসিএসপি চন্দ্রপুরে প্রায় ছ’বিঘারও বেশি জায়গা জুড়ে এমন একটি কেন্দ্র গড়ে তুলতে উদ্যোগী হয়েছে ৷ বছর খানেকের মধ্যেই সেটি তৈরি হয়ে যাবে, এমনটাই জানিয়েছেন সংস্থার ডিরেক্টর জ্যোতির্বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী। ইতিমধ্যেই বিদেশের একাধিক বিশ্ববিদ্যালয় এই সংস্থার সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছে বলে খবর। কেন্দ্রটি থেকে মহাকাশ গবেষণা চর্চায় ও স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের এবিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানা গিয়েছে৷ বিষয়টি নিয়ে স্থানীয় মানুষজনের মধ্যে ব্যাপক উৎসাহ এখন।