
শম্ভুনাথ সেনঃ
বর্ষা এলেই দুর্যোগের মুখে পড়েন বীরভূমের জয়দেব কেন্দুলী অন্যদিকে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের শিল্পনগরীর মানুষজন। আজও এই দুই এলাকার মানুষের কাছে যোগাযোগের জীবনরেখা অজয় নদের উপর অস্থায়ী ফেরিঘাট। কিন্তু বর্ষা এলে তা বারবার ভেঙে যায় এবং বিপদের মুখে পড়েন ছাত্র-ছাত্রী,ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষজন। কারণ জীবন জীবিকা, চিকিৎসা পরিষেবার তাগিদে বীরভূমের বহু মানুষ দৈনন্দিন যেমন দুর্গাপুরে যান তেমনি ওই জেলার মানুষের বীরভূমের সঙ্গে যোগাযোগের সহজ রাস্তা এই কেন্দুলীর ফেরিঘাট। জয়দেবের স্মৃতি বিজড়িত কেন্দুলী এখন আন্তর্জাতিক বৈষ্ণব তীর্থভূমি। উল্লেখ্য, এই নদের উপর স্থায়ী সেতু নির্মাণের কাজ প্রায় ৯০ শতাংশ সম্পূর্ণ। বছর চারেক আগেই এই সেতু তৈরীর কাজ শুরু হয়েছে। এই সেতু চালু হলে দুই জেলার মানুষের একটি স্থায়ী সমস্যার সমাধান হবে। স্থানীয় জয়দেব কেন্দুলির গ্রাম পঞ্চায়েত প্রধান বুম্বা রুইদাস জানান বছর খানেকের মধ্যে স্থায়ী সেতুর উপর চলাচল শুরু হয়ে যাবে। কিন্তু এখনো যোগাযোগের একমাত্র ভরসা এই অস্থায়ী ফেরিঘাট। তাই এই ফেরিঘাটটি আপাতত উন্নত মানের পরিকাঠামো দিয়ে তৈরি করা হয়েছে। অস্থায়ী সেতুটির নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ায় শুরু হয়েছে যান চলাচল। যোগাযোগের ভরসা এখনো অস্থায়ী ফেরিঘাট। আপাতত এই রাস্তা পেয়েই খুশি ব্যক্ত করেছেন দুই জেলার মানুষ।