
শম্ভুনাথ সেনঃ
বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের প্রতিনিধি তথা ইসকন মন্দিরের প্রভু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে সেদেশে দেশদ্রোহীতার মিথ্যা কারণ দেখিয়ে জেলে বন্দি করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের উপর নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই চিন্ময় কৃষ্ণ প্রভুর বিরুদ্ধে জাতীয় পতাকার অবমাননার অভিযোগ ওঠে। গত ২৫ নভেম্বর ঐ দেশের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন। এই ঘটনার প্রতিবাদে সন্নাসীর নিঃশর্ত মুক্তির দাবিতে উত্তাল সারা বিশ্বের সনাতনীরা। বাংলাদেশেও হিন্দুদের মধ্যে চলছে জোর কদমে আন্দোলন। ঠিক তেমনি ভারতবর্ষেও আছড়ে পড়েছে ওই আন্দোলনের ঢেউ। চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তির দাবিতে চলছে পথে পথে মিছিল ও আন্দোলন। বীরভূমের রামপুরহাটে আজ ২৯ নভেম্বর বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে মিছিল ও অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত হয় করা। কামারপট্টি মোড় থেকে এই প্রতিবাদ মিছিল সারা রামপুরহাট শহর পরিক্রমা করে মিছিল পৌঁছায় রামপুরহাট মহকুমা শাসকের দপ্তরের সামনে। সেখানে চলে অবস্থান-বিক্ষোভ। এরপর রামপুরহাট মহকুমা শাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। উপস্থিত ছিলেন উত্তর বীরভূম জেলা বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি ডঃ দেবব্রত দাস, সম্পাদক শান্তনু হাজরা, বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা সহ সাধু-সন্ত, সনাতনী সমাজের মানুষজন।

