
শম্ভুনাথ সেনঃ
বাংলাদেশে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের প্রভু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীরকে গ্রেপ্তারে উত্তাল ওপার বাংলা। তার আঁচ পড়েছে এই বাংলায়। তেমন সময়ে বীরভূমের সিউড়ি ২ নম্বরে ব্লকের ইন্দ্রগাছা বাসস্ট্যান্ড এলাকায় একটি মন্দিরে হনুমান মূর্তি ভাঙার অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সিউড়ি থানার পুলিশ। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। স্থানীয় সূত্রে খবর সিউড়ি-বোলপুর রুটে ইন্দ্রগাছা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বছর দশেক আগে অস্থায়ীভাবে একটি হনুমান মন্দির গড়ে ওঠে। হয় নৈমিত্তিক পুজোপাঠ। গতকাল ২৮ নভেম্বর রাতে এই মন্দিরে ঢুকে অজ্ঞাত দুষ্কৃতীরা বজরংবলির মূর্তি ভেঙে ফেলে। আজ সকালে এই ঘটনা জানাজানি হতেই প্রবল উত্তেজনা ছড়ায় এলাকায়। প্রশাসনের পক্ষ থেকে এই মন্দিরে হনুমান মূর্তি নির্মাণ, সেইসঙ্গে আলো ও সিসিটিভি ক্যামেরা দেওয়া হবে।গ্রামবাসীদের পক্ষ থেকে এ তথ্য জানা গেছে।