
শম্ভুনাথ সেনঃ
জয়দেব অঞ্চল সংস্কৃতি সেবা সমিতির উদ্যোগে আজ ৩০ নভেম্বর বীরভূমের তীর্থভূমি জয়দেব কেন্দুলির “ভক্তিভবনে” অনুষ্ঠিত হলো সম্প্রতি প্রয়াত লোকপ্রিয় বরিষ্ঠ কবি ও গীতিকার অরুণকুমার চক্রবর্তী স্মরণে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। এলাকার সাহিত্যপ্রেমী অবসরপ্রাপ্ত শিক্ষক শান্তিকুমার রজকের সভাপতিত্বে, তারই গান দিয়ে অনুষ্ঠান শুরু হয়। কবির প্রতিকৃতিতে পুষ্প স্তবক দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন উপস্থিত সকল প্রিয়জনেরা। কবি অরুণ চক্রবর্তীর অনুরাগী দেবকুমার দত্ত, ফজলুল হক, সন্তোষ কর্মকার, ডাঃ অরুনাভ সেনগুপ্ত, সাংবাদিক আল আফতাব বীরভূমের বিভিন্ন প্রান্তের এমন কবি, সাহিত্যিক, শিল্পী, কলাকুশলীরা এই অনুষ্ঠানে কবির প্রতি শ্রদ্ধালু স্মৃতিচারণা করেন।

প্রয়াত কবির লেখা গান পরিবেশন করেন বাকাশ্যাম দাস বাউল, লক্ষণ দাস বাউল প্রমুখ।উল্লেখ্য, হুগলি জেলার চুঁচুড়ায় নিজের বাসভবনে গত ২৩ নভেম্বর, ২০২৪ রাত্রি সাড়ে বারোটা নাগাদ আচমকা হৃদরোগে আক্রান্ত হন এই প্রিয় কবি। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮ বছর। কবি অরুণ চক্রবর্তী বীরভূমবাসীর কাছে ছিলেন এক প্রিয় আত্মজন। দীর্ঘ ৫০ বছর ধরেই তিনি বৈষ্ণবভূমি কেন্দুলীতে নানান অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন অনিবার্যভাবে। তাঁর রচিত “লাল পাহাড়ির দেশে যা, রাঙামাটির দেশে যা!” এই গানটি তাঁকে রাতারাতি পরিচিতি ও খ্যাতি এনে দিয়েছিল। তাঁর মৃত্যু সংবাদ বীরভূমে পৌঁছাতেই শোকের সাগরে ভাসেন তাঁর সুজন সাথী কবি সাহিত্যিকরা। সে কথায় জানিয়েছেন জয়দেব অঞ্চল সংস্কৃতি সেবা সমিতির সম্পাদক অবসরপ্রাপ্ত শিক্ষক রঞ্জিত মুখোপাধ্যায়। এদিন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি আনারুল হক।