
শম্ভুনাথ সেনঃ
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ৮০ টি ছবি নিয়ে বিশ্বভারতীর নন্দন আর্ট গ্যালারিতে ২৯ নভেম্বর থেকে শুরু হয়েছে প্রদর্শনী। এই প্রদর্শনী চলবে ডিসেম্বর মাসের ১৯ তারিখ পর্যন্ত। যৌথ উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করেছে কলাভবন, বিশ্বভারতী এবং ওয়ার্ল্ড হেরিটেজ সেল। এদিন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয়কুমার সরেন এই প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন বিশ্বভারতীর কলাভবনের অধ্যক্ষ, অধ্যাপক সহ বিশিষ্ট জনেরা। উদ্বোধনের পর উপাচার্য তাঁর নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, “কবিগুরুর স্পর্শ মাখা এই ছবিগুলি দেখে আমি নিজেই অভিভূত”। বিশ্বভারতীর পড়ুয়ারা এগুলি দেখে অনেক বেশি সমৃদ্ধ হবে ৷ সবাইকে এই প্রদর্শনী দেখার আহ্বান জানান তিনি “। উল্লেখ্য, শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর, রামকিঙ্কর বেইজ, নন্দলাল বসুদের মত প্রখ্যাত শিল্পীরা গুরুদেবের সান্নিধ্যে ছিলেন৷ ফলে অঙ্কন শিল্পের প্রতি কবিগুরুর অনুরাগ যে অনেক বেশি ছিল তা সহজেই অনুমেয়। উল্লেখ্য, বিশ্বভারতীর রবীন্দ্রভবন এবং কলাভবনের সংগ্রহশালায় রয়েছে গুরুদেবের নিজের হাতে আঁকা কয়েকশো ছবি। সেখান থেকে বাছাই করা ৭৮ টি ছবি ও ২ টি ভাস্কর্য নিয়ে কলাভবনের “নন্দন গ্যালারি’তে” এই প্রদর্শনী শুরু হয়েছে। শিক্ষক-শিক্ষিকা অধ্যাপক ছাত্র-ছাত্রী সহ সাধারণ মানুষের জন্য প্রবেশ অবাধ৷ শনি ও রবিবার এই ছুটির দিনগুলি বাদে প্রত্যেকদিন বেলা ১০.৩০ টা থেকে দুপুর ১.৩০ মিনিট ও এবং দুপুর ২.৩০ থেকে বিকাল ৫.৩০ টা পর্যন্ত সর্বসাধারণের জন্য এই প্রদর্শনী খোলা থাকবে।