
শম্ভুনাথ সেনঃ
বীরভূম হয়ে গরু পাচারের পথে পুলিশি তৎপরতায় আটক পাঁচটি গাড়িতে অন্তত ৫০ টি গরু। পাচার করার সময় ধরে ফেলে পুলিশ। পাচারকারীদের হাতে ছিল না কোন বৈধ কাগজপত্র। গরুগুলিকে বাজেয়াপ্ত করে পুলিশ। আজ ৩০ নভেম্বর ভোরে বীরভূমের রামপুরহাট থানার কাষ্টগড়া গ্রামের কাছে গরু গুলিকে আটক করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ গরু বোঝায় গাড়িগুলি আটকায়। পাঁচটি গাড়িতে করে গরু গুলিকে নিয়ে যাওয়া হচ্ছিল। আটক গোরু গুলির কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ গরু গুলিকে বাজেয়াপ্ত করে। আটক করা হয়েছে পাঁচটি গাড়িও। তবে গাড়ি গুলির চালক ও খালাসি পলাতক।