নয়াপ্রজন্ম প্রতিবেদনঃ
এ রাজ্যে দিন দিন বেড়েই চলেছে নারী ধর্ষণের ঘটনা। ধর্ষকদের দ্রুত শাস্তি দিতে পশ্চিমবঙ্গ বিধানসভায় “অপরাজিতা বিল” পাস করে রাজ্য সরকার। আর সেই বিলে কেন্দ্রীয় সরকারের দ্রুত পদক্ষেপের দাবিতে বীরভূমের লাভপুরে তৃণমূল কংগ্রেসের মহিলা মোর্চার পক্ষ থেকে আজ ৩০ নভেম্বর বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়।এদিন এই মিছিলটি লাভপুর পঞ্চায়েত সমিতির মাঠ থেকে শুরু হয়। শেষ হয় লাভপুর পুরাতন বাসস্ট্যাণ্ডে। অপরাজিতা বিলটিকে দ্রুত আইনে পরিণত করার দাবিতে এই মিছিল বলে তৃণমূল কংগ্রেসের দলীয় নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন লাভপুর ব্লক মহিলা তৃণমূলের সভানেত্রী কাবেরিকা গুঁই সহ বীরভূম জেলা তৃণমূলের সহ-সভাপতি আব্দুল মান্নান, লাভপুর ব্লক তৃণমূল সভাপতি তরুণ চক্রবর্তী সহ তৃণমূলের দলীয় কর্মী সমর্থকরা। লাভপুর ব্লক মহিলা তৃণমূল কর্মীরা এই মিছিলে পা মেলান। অপরাজিতা বিল কে দ্রুত আইনে পরিণত করে ধর্ষকদের শাস্তি দিতে হবে বলে তারা স্লোগান তোলেন।

রাজ্যের অন্যান্য ব্লকের ন্যায় শনিবার খয়রাশোল ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের তরফেও একটি মিছিল সংগঠিত হয়। খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে স্থানীয় বাজার, বাসস্ট্যান্ড সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে এবং বাসস্ট্যান্ডে একটি পথসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন খয়রাশোল ব্লক মহিলা তৃণমূল নেত্রী প্রান্তিকা চ্যাটার্জী, কেনিজ রাসেদ ও রুনু সিংহ। এছাড়াও ছিলেন ব্লক তৃণমুল কংগ্রেস কোর কমিটির যুগ্ম আহ্বায়ক শ্যামল কুমার গায়েন এবং দুই সদস্য কাঞ্চন দে ও উজ্জ্বল হক কাদেরী। তাছাড়াও ছিলেন তৃণমূল ব্লক নেতত্ব সেখ জয়নাল, পার্থসারথি মন্ডল, উৎপল ব্যানার্জী প্রমুখ নেতৃবৃন্দ। ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস নেত্রী প্রান্তিকা চ্যাটার্জি এক সাক্ষাৎকারে আজকের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন এবং আগামী কাল অর্থাৎ রবিবার ধর্না কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছেন।