
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের গ্রামে গ্রামে মহাশ্মশান গুলিতে আজ ৩০ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে মা শ্মশানকালী পূজা। হিন্দু ধর্ম মতে মানুষের মৃত্যুর পর শ্মশানে নিয়ে গিয়ে মুখাগ্নি করা হয়। শ্মশান পবিত্র ভূমিরূপে প্রতিবছর অগ্রহায়ণ মাসের এমন অমাবস্যা তিথিতে বাৎসরিক এই শ্মশানকালী পূজা অনুষ্ঠিত হয়। আজ দিবা ৯.৫৩ মিনিটে অমাবস্যা তিথি শুরু হচ্ছে। পরের দিন বেলা ১১.১৫ মিনিট পর্যন্ত এই অমাবস্যা তিথি থাকছে। এদিন সারারাত ধরে এই শ্মশানে মায়ের কালোরূপী ভয়ংকরী মূর্তিতে পূজা করা হয় হয়। বীরভূমের দুবরাজপুর ব্লকের পণ্ডিতপুর গ্রামের মহাশ্মশানেও আজ সাড়ম্বরে অনুষ্ঠিত হচ্ছে মা শ্মশানেকালী পুজো। এই পুজো শতাধিক বছরের প্রাচীন। সন্ধ্যা নামতেই গ্রামের মা ও মেয়েরা নৈবেদ্য সাজিয়ে মায়ের কাছে ভোগ নিবেদন করেন। আজ সারা রাত্রি ব্যাপী এই মহাশ্মশানে উপস্থিত থাকেন মায়ের ভক্তরা। এবার পণ্ডিতপুর মহাশ্মশানে আজ ক্ষুদিরাম পৈতণ্ডী ও গৌতম পৈতণ্ডীর পৌরহীত্যে অনুষ্ঠিত হয় পুজো-পাঠ, হোম-যজ্ঞ, সেবা ভোগ। প্রতিমা নির্মাণ করেন গ্রামেরই এক শিল্পী দুলাল পাল। পুজো শেষে মধ্যরাত্রিতে মায়ের কাছে নিবেদন করা খিচুড়ি প্রসাদ বিতরণের আয়োজন করা হয়।