
শম্ভুনাথ সেনঃ
টানটান উত্তেজনায় ফুটবলপ্রেমী মানুষের ভিড়ে বীরভূমের সাঁইথিয়া ব্লক ক্রীড়াঙ্গনে ৩০ নভেম্বর “মদনমোহন হালদার চ্যালেঞ্জ শীল্ড ফুটবল টুর্নামেন্টে’র” চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আমোদপুর প্লেয়ার্স অ্যাসোসিয়েশন আয়োজনে গত ২৩ নভেম্বর ৮ টি দল নিয়ে এই প্রতিযোগিতা শুরু হয়। কলকাতা, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা, হুগলি, বর্ধমান এমন ভিন জেলার ৮ টি দল অংশগ্রহণ করে। এদিন চূড়ান্ত পর্বের খেলায় বর্ধমানের জৌগ্রাম ফুটবল টীমের মুখোমুখি হয় সল্টলেকের বিধাননগর ক্লাব।


টানটান উত্তেজনায় খেলা হলেও কোন দলই গোল করতে পারেনি। শেষ পর্যন্ত ট্রাইবেকারে ৪-২ গোলে বিজয়ী হয় জৌগ্রাম ফুটবল টিম। উদ্যোক্তাদের পক্ষ থেকে জয়ী দলকে দেওয়া হয় নগদ ৭ হাজার টাকা সহ ট্রফি। অপরদিকে বিজিত দলকে দেওয়া হয় ৫ হাজার টাকা সহ ট্রফি। এছাড়া বেস্ট গোলকিপার, বেস্ট প্লেয়ার এবং রেফারিদের হাতে স্মৃতি স্মারক তুলে দেওয়া হয়। যুব সমাজকে মাঠমুখী করার লক্ষ্যে এবং প্রবীণ খেলোয়াড়দের সেদিনের স্মৃতি উস্কে দিতে এই খেলার আয়োজন বলে উদ্যোক্তাদের পক্ষে জানিয়েছেন শ্যামসুন্দর দাস। উল্লেখ্য, আমোদপুর প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের বয়স ৫০ বছর হলেও ১৯ বছর ধরে তারা এই টুর্নামেন্টের আয়োজন করে। এদিন এই চূড়ান্ত পর্বের খেলায় গৌরবময় অতিথি রূপে উপস্থিত ছিলেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, বিডিও সুজন পাণ্ডে, সভাপতি প্রশান্ত সাধু, স্থানীয় বরিষ্ঠ প্রাক্তন ফুটবলার মহাদেব দত্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
