
শম্ভুনাথ সেনঃ
রেলযাত্রীদের বিভিন্ন পরিষেবার দাবি নিয়ে বীরভূমের নলহাটি নাগরিক মঞ্চ আজ ১ ডিসেম্বর নলহাটি রেলস্টেশনে রেল রোকো অভিযানে সামিল হয়। বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনের স্টপেজ তুলে নেওয়া লোকাল ট্রেন পুনরায় চালু সহ নলহাটি রেলস্টেশনে সার্বিক উন্নয়নের দাবীতে রেল অবরোধ করে।
রেল লাইনের উপর পতাকা টাঙিয়ে এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ নলহাটি রেলস্টেশন সংলগ্ন রেলগেটে রেল অবরোধে সামিল হয় নলহাটি নাগরিক মঞ্চের সদস্যরা।

অবরোধকারীদের দাবী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, কুলিক এক্সপ্রেস সহ উওরবঙ্গ এক্সপ্রেস ট্রেনের স্টপেজ নলহাটি স্টেশনে দিতে হবে। অন্যদিকে নলহাটী থেকে একটি লোকাল ট্রেন চালানো হতো সেই ট্রেনটি পুনরায় চালু করতে হবে। পাশাপাশি নলহাটি রেলস্টেশনে সার্বিক উন্নয়নের দাবি তোলেন অবরোধকারীরা। এই বিষয়গুলি জানিয়ে রেল কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন করা সত্ত্বেও রেল কর্তৃপক্ষ উদাসীন বলে তাদের অভিযোগ। তাছাড়া বেশ কয়েকবার রেলওয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠক করা হয়েছে। রেল দপ্তর আশ্বাস দিলেও দীর্ঘ একবছরে সেই দাবী পূরণ হয়নি। সেই কারণে এদিন রেল অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন নলহাটি নাগরিক মঞ্চের সদস্যরা। তাদের দাবী পূরণ না হওয়া পর্যন্ত রেল অবরোধ চালিয়ে যাবেন আন্দোলনকারীরা জানান। এদিকে রেল অবরোধ তুলতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল রেলপুলিশ ও রেলের আধিকারিকেরা। অবরোধের জেরে বেশ কয়েকটি ট্রেন আটকে পড়ে। শেষ পর্যন্ত রেল আধিকারিকদের আশ্বাসের ভিত্তিতে অবরোধ ওঠে।

ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম।