বিশ্ব এইডস দিবস পালন নানান কর্মসূচির মাধ্যমে, সিউড়ীতে

সেখ রিয়াজুদ্দিনঃ

১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। ১৯৮৮ সাল থেকে ১ ডিসেম্বর দিনটি প্রতি বছর বিশ্ব এইডস দিবস হিসাবে পালিত হয়ে আসছে। অনুরূপ জেলার বিভিন্ন স্থানে বিভিন্ন সংগঠন বা সংস্থার পক্ষ থেকে নানান কর্মসূচির মাধ্যমে দিনটি পালনের খবর পাওয়া গেছে।
এইচআইভি সংক্রমণের জন্য এইডস মহামারী আকারে ছড়িয়ে পড়ে। এইডস এর বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করতে এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে। যদিও স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সারা বছর জুড়ে সচেতনতার প্রচার অভিযান অব্যাহত। এদিন বীরভূম জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে এবং বীরভূম স্নেহ নামক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় আজ পয়লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস হিসেবে দিনটি পালিত হয় পদযাত্রা ও অঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে। আয়োজকদের পক্ষ থেকে জানা যায় যে, সিউড়ি ১ নম্বর ব্লকের পানুরিয়া বিশ্রামতলায় ৩০ জন কিশোরীকে নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা হয় । পাশাপাশি সচেতনতা মূলক পদযাত্রা বের হয়। অঙ্কনের বিষয়বস্তু ছিল- প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের জন্য-“পরিবেশ ও প্রকৃতি” এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের জন্য ছিল”রক্তদান জীবন দান”। দুটি ক্ষেত্রেই প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারকারীকে জেলা স্বাস্থ্য দপ্তরের কর্মসূচিতে পুরস্কৃত করা হবে বলে আয়োজকদের বক্তব্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যারেটের প্রশিক্ষিকা ঝুমা বাগদী, পিযূস দাস, কামাক্ষা অধিকারী, কার্তিক মুখার্জি প্রমুখ। বিশ্ব এইডস দিবস পালনের কর্মসূচি সহ অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন বীরভূম স্নেহ সংস্থার সম্পাদক শ্রীকান্ত ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *