
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে আজ ২ ডিসেম্বর শহরের ফাইলেরিয়া আক্রান্ত রোগীদের কিটস্ বিতরণ করা হয়। উল্লেখ্য, সম্প্রতি পুরসভার উদ্যোগে স্বাস্থ্য দপ্তরের সহায়তায় একটি সমীক্ষার মাধ্যমে পুর এলাকায় ১৪৩ জন ব্যক্তিকে ফাইলেরিয়ায় আক্রান্ত রোগী হিসেবে সনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে অতিরিক্ত আক্রান্ত ৪০ জনকে আজ এই সহায়ক সরঞ্জাম দেওয়া হয়েছে বলে পুরসভার পক্ষ থেকে জানানো হয়। আক্রান্ত রোগীদের হাতে তুলে দেওয়া হয় একটি গামলা, একটি করে তোয়ালে, ডেটল, মগ ইত্যাদি সহায়ক সরঞ্জাম। এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে, উপ পৌরপ্রধান মির্জা সৌকত আলী, কাউন্সিলর সেখ নাজির উদ্দিন, মানিক মুখার্জি, সনাতন পাল সহ দুবরাজপুর পৌরসভার স্বাস্থ্য কর্মীরা।