
শম্ভুনাথ সেনঃ
বিশ্বভারতীর কলাভবনে অনুষ্ঠিত ২ দিনের শৈল্পিক নন্দনমেলা আজ শেষ হল। প্রখ্যাত শিল্পী নন্দলাল বসুর নাম অনুসারে এবার ৫১ তম বর্ষের মেলা গতকাল ১ লা ডিসেম্বর শুরু হয়। কলাভবনের ৬ টি বিভাগের সারা বছরের শিল্পকর্মের পসরা বসে এই মেলায়৷ ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ শান্তিনিকেতনে এই শিল্প মেলায় এবারও ছিল উপচে পড়া ভিড়৷ তবে এবারের মেলার মূল আকর্ষণ ‘ঘোড়ার ডিম’। অর্থাৎ, ঘোড়ার ডিম নামে মিষ্ঠান্ন বিক্রির আয়োজন করে পড়ুয়ারা৷ যা খেতে ও ছবি তোলার হিড়িক ছিল চোখে পড়ার মত৷ উল্লেখ্য, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অত্যন্ত প্রিয় ছিলেন শিল্পী নন্দলাল বসু৷ কবির ভাবনাকে বাস্তব রূপ দিতে বিশ্বভারতীতে কলাভবন প্রতিষ্ঠায় তাঁর অগ্রণী ভূমিকা ছিল। প্রসঙ্গত ৩ ডিসেম্বর শিল্পী নন্দলাল বসুর জন্মদিন৷ তাই ১ ও ২ ডিসেম্বর তাঁকে স্মরণ করে প্রতিবছর কলাভবনে ‘নন্দনমেলা’র আয়োজন করা হয়৷ ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ শান্তিনিকেতন এবারও নানান অনবদ্য শিল্পকলায় সেজে উঠে কলাভবন চত্ত্বর। কলাভবনে সেরামিক, গ্রাফিক্স, টেক্সটাইল, স্কাল্পচার, পেন্টিং ও হিস্ট্রি অফ আর্ট এই ৬ টি বিভাগ রয়েছে।পড়ুয়াদের সারা বছরের তৈরি শিল্পকর্ম এই মেলায় প্রদর্শিত ও বিক্রি হয়। এই মেলা প্রাক্তনীদের মিলন মেলায় পরিণত হয়৷ প্রদর্শনী ও বিকিকিনির পাশাপাশি চলে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। সব মিলিয়ে এবারও জমজমাট ছিল কলাভবনের এই “নন্দন মেলা”।
