
শম্ভুনাথ সেনঃ
আবাস যোজনায় শাসকদলের দুর্নীতির অভিযোগ তুলে বিজেপির মিছিল মিটিং, বিক্ষোভ সমাবেশ, ডেপুটেশন কে ঘিরে বীরভূম সরগরম। আজ বীরভূম জেলা বিজেপির পক্ষ থেকে সিউড়ি, দুবরাজপুর, খয়রাশোল এমন বিভিন্ন ব্লকে ব্লকে অবরোধের জেরে রাস্তায় আটকে পড়ে বহু যানবাহন। সমস্যার মুখে পড়েন বহু মানুষ। ঘটনাস্থলে এসে পৌঁছায় সংশ্লিষ্ট থানার বিশাল পুলিশ বাহিনী এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। বিজেপি দলের পক্ষ থেকে অভিযোগ, সঠিক প্রাপক হওয়া সত্ত্বেও শুধুমাত্র বিজেপির কর্মী সমর্থক বলে তাদের আবাসের তালিকায় নাম নেই।

অন্যদিকে শাসক তৃণমূল দলের নেতৃত্ব, কর্মী, সমর্থক যাদের পাকা বাড়ি রয়েছে তাদের নাম রয়েছে আবাস যোজনার তালিকায়। প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির প্রতিবাদে বীরভূমের সিউড়ি ১ নং ব্লকের বিডিও সাহেবকে হাজার হাজার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আজ ৩ ডিসেম্বর ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহা সহ জেলার একাধিক নেতৃত্ব ও কর্মী সমর্থকরা।
