
শম্ভুনাথ সেনঃ
আসন্ন মাধ্যমিক পরীক্ষা-২০২৫ এর প্রস্তুতি সভা আজ ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হয় বীরভূমের সিউড়ি রবীন্দ্রসদনে। উল্লেখ্য, ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষার্থীদের ২ ডিসেম্বর থেকে ফরম ফিলাপ শুরু হয়েছে। চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত। এবার বীরভূমে মোট ১২৯ টি সেন্টারে মাধ্যমিক পরীক্ষা গ্রহণ করা হবে। তাদের মধ্যে মূল সেন্টার রয়েছে ৩৮ টি। ৪৭ হাজারের বেশি পরীক্ষার্থী এবার মাধ্যমিক পরীক্ষা দেবে বলে জেলা শিক্ষা দপ্তর সূত্রে খবর। আজ মাধ্যমিক পর্ষদের সভাপতি সচিবের উপস্থিতিতে আসন্ন পরীক্ষার প্রস্তুতি পর্ব নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মূল সেন্টার পরিচালনার কার্যকর্তাদের সঙ্গে আলোচনায় উপস্থিত ছিলেন পর্ষদ সভাপতি ডঃ রামানুজ গঙ্গোপাধ্যায়, সচিব ড. সুব্রত ঘোষ, বর্ধমানের আঞ্চলিক আধিকারিক অঞ্জন ঘোষ, বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান ড. প্রলয় নায়েক, জেলা শিক্ষা দপ্তরের জেলা বিদ্যালয় পরিদর্শক চন্দ্রশেখর জাউলিয়া প্রমুখ। সুষ্ঠভাবে পরীক্ষা সম্পন্ন করতে সমস্যা তার সমাধান ও সতর্কতা নিয়ে প্রস্তুতিমূলক নানা আলোচনা উঠে আসে। এদিন আলোচনা সভায় উপস্থিত ছিলেন উচ্চ মাধ্যমিক ২০২৫ এর জয়েন্ট কনভেনর তথা পুরন্দরপুর হাইস্কুলের শিক্ষক অভিজিৎ নন্দন, মাধ্যমিক ২০২৫ এর কনভেনর তথা আহমেদপুর জয়দূর্গা হাইস্কুলের শিক্ষক চন্দন ঘোষ সহ অন্যান্য বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষাকারা।
