
শম্ভুনাথ সেনঃ
মাঠে কেটে রাখা ধানে আগুন ধরাল দুষ্কৃতীরা। আচমকা ক্ষতিতে মাথায় হাত বীরভূমের মুরারই ২ নং ব্লকের জাজিগ্রামের চারজন প্রান্তিক কৃষকের। দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে এই আগুন দিয়েছে বলে অভিযোগ এনেছেন ধানের মালিক সনৎ রবিদাস, রাজু সর্দার, নব মণ্ডল ও পাণ্ডব রাজমল্ল। গতকাল ডিসেম্বর ভোর রাতে জাজিগ্রামে ধানের মাঠে দুষ্কৃতীরা আগুন লাগানোয় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। কে বা কারা কি কারনে আগুন লাগিয়েছে তা এখনো জানা যায়নি। তবে এমন ঘটনায় চাষীদের মাথায় হাত। বহু টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা জানিয়েছেন। এ পর্যন্ত কারো নামে কোনো অভিযোগ দায়ের হয়নি।
ছবি ও ভিডিওঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম