
শম্ভুনাথ সেনঃ
১৭ মাস বয়সী আশরাফুল সেখ গরম ঘুগনিতে পড়ে গিয়ে ৪ দিন পর তার হাসপাতালে মৃত্যু হয়। এমন মৃত্যুতে গোটা পরিবার শোকোস্তব্ধ। গ্রাম জুড়ে নামে শোকের ছায়া। ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারই এক নম্বর ব্লকের ডুমুরগ্রাম গ্রাম পঞ্চায়েতের ধনঞ্জয়পুর গ্রামে। গত ২ ডিসেম্বর এই দুর্ঘটনা ঘটে। বাড়িতে তার মা বড় হাঁড়িতে ঘুগনি তৈরি করছিল। ছেলেটি মায়ের পাশে দাঁড়িয়েছিল। আচমকা হাঁটতে গিয়ে গরম ঘুগনির হাড়িতেই পড়ে যায়। যথাশীঘ্র তাকে মুরারই গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে রামপুরহাট গভমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু সেখানেও উন্নতি না হওয়ায় শিশুটিকে বর্ধমানে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আজ ৬ ডিসেম্বর সকালে আশরাফুলের মৃত্যু হয়।
ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম