
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের মুরারই থানার অন্তর্গত গোপালপুর গ্রামের রাজবংশী পাড়ায় গত রাত্রি আড়াইটা নাগাদ অন্তত ৩০ টি খড় এর পালুই এবং একটি ধান এর গোলা পুড়ে ছাই হয়ে যায়। আগুনের হাত থেকে কোন রকমে রক্ষা পেয়েছে সংলগ্ন একটি বসতবাড়ি। এমন ঘটনায় সারা গ্রামের মানুষ হতবাক। ঘুমন্ত রাতে কে বা কারা রাতের অন্ধকারে এসে আগুন লাগিয়ে চলে যায় বলে গ্রামবাসীদের অভিযোগ। এক বাড়ির মালিকের চিৎকারে পাড়ার সব লোক মিলে আগুন নেভানোর কাজে হাত লাগান। কেউ বালতি কেউ আবার হাতে জলের পাইপ নিয়ে আগুন নেভানোর কাজে নেমে পড়েন। ক্ষয়ক্ষতি হয়ে যাওয়ার পর আগুন নেভানো হয়। প্রকাশ রাজবংশী, রঞ্জিত রাজবংশী, রঘু রাজবংশী, অভিজিৎ রাজবংশী, লাল্টু রাজবংশী, বাদাম রাজবংশী, নাখায় রাজবংশী, পিন্টু রাজবংশীদের এই আগুনে ক্ষয়ক্ষতি হয়েছে। তাপস রাজবংশীর বাড়ীটি পাড়ার মানুষের চেষ্টায় কোনো রকমে আগুনের হাত থেকে রক্ষা পেয়েছে। এমন ঘটনায় গ্রাম জুড়ে চাঞ্চল্য। এ পর্যন্ত দোষীকে চিহ্নিত করা যায়নি।
ছবি ও ভিডিওঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম