বীরভূমের রামপুরহাটে তৃণমূলের দলীয় সংগঠনকে চাঙ্গা করতে নেতাকর্মীদের নিয়ে অনুব্রত মণ্ডলের বৈঠক

শম্ভুনাথ সেনঃ

গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সবথেকে খারাপ রেজাল্ট হয়েছে রামপুরহাট শহরে। শতাব্দী রায় দিন কয়েক আগেই সেই কথা প্রকাশ্যে বলেছিলেন। এরপর আজ ৭ ডিসেম্বর দলের নেতাকর্মীদের নিয়ে রামপুরহাটের দলীয় কার্যালয়ে অনুব্রত মণ্ডল বৈঠক করেন। উল্লেখ্য, আগামী ১৫ ডিসেম্বর রামপুরহাটের এই তৃণমূল কংগ্রেস কার্যালয়ে হবে দলের কোর কমিটির বৈঠক। আর তার আগেই এই সভা বেশ তাৎপর্যপূর্ণ বলে রাজনৈতিক মহল মনে করছে। যদিও অনুব্রত মণ্ডল এদিন দলীয় সংগঠনের কোনো কথা সংবাদমাধ্যমের সামনে বলতে রাজি হননি। তিনি বলেন এই বৈঠক দলের আভ্যন্তরীণ ব্যাপার, দলের নেতৃত্ব আশিস বন্দ্যোপাধ্যায়ের ডাকে তিনি এসেছিলেন। এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন রামপুরহাটের বিধায়ক তথা ডেপুটি স্পিকার ডঃ আশিস ব্যানার্জি, নলহাটির বিধায়ক রাজেন্দ্রপ্রসাদ সিং, মুরারই বিধানসভার বিধায়ক ডাঃ মোশারফ হোসেন, হাসন কেন্দ্রের বিধায়ক ডাঃ অশোক মুখার্জি প্রমুখ। অন্যদিকে এই বৈঠকে অনুব্রত মণ্ডলের সাথে দেখা করেন বকটুই গ্রামের স্বজনহারা পরিবারের অন্যতম সদস্য মিহিলাল সেখ। মিহিলাল সেখ দাবি করেন দীর্ঘদিন ধরে তার বেতন বন্ধ হয়ে রয়েছে।জানা গেছে তার চাকরিটা যাতে স্থায়ীকরণ করা হয় সে নিয়ে কথা বলতে এসেছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *