বীরভূমের হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজে “মানবাধিকার দিবস” উদযাপন

শম্ভুনাথ সেনঃ

প্রতি বছর ১০ ডিসেম্বর বিশ্বব্যাপী পালিত হয় “মানবাধিকার দিবস”। ১৯৪৮ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ এই দিনটিকে “বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা” গ্রহণ করে। মানুষের মৌলিক অধিকার, নিরাপত্তা, সমতা, শিক্ষা, এবং মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে এই দিনটি উদযাপন করা হয়। এছাড়াও সারা বিশ্বে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সচেতনতা তৈরি করার উদ্দেশ্যে দিনটি পালিত হয়। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বীরভূমের হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজে এনসিসি ও এনএসএস বিভাগের উদ্যোগে আজ ১০ই ডিসেম্বর “হিউম্যান রাইটস ডে” পালিত হয়। দৈনন্দিন জীবনে বিভিন্ন কেনাকাটা করলে কি কি দেখে নেওয়া দরকার, খাওয়া দাওয়ার আগে কিভাবে সতর্ক থাকতে হবে, খাবারের ভেজাল সম্পর্কে সুনিশ্চিত হওয়া,ঔষধি দ্রব্য এবং প্যাকেটে মেয়াদ সম্বন্ধে যাচাই করে নেওয়া বিষয়ে পরামর্শ দেওয়া হয়। আবার স্কুল কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের টাকা দিয়ে ভর্তি বিষয়ের ব্যাপারে যদি কেউ প্রতারিত হয় তাহলে কোথায়, কিভাবে যোগাযোগ করবে সে সম্বন্ধে পরামর্শ দেওয়া হয়। আইনি সহায়তা বিষয়ক বিস্তারিত আলোচনা হয় এই শিবিরে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ফুড সেফটি ইন্সপেক্ট প্রসেনজিৎ বটব্যাল, উপভোক্তা বিষয়ক এবং ন্যায্য ব্যবসায়ী অনুশীলন এর cwo বিধুভূষণ সাহা, বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের আইনী সহায়ক মোহাম্মদ রফিক সহ হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজে অধ্যক্ষ ড.গৌতম চট্টোপাধ্যায়, অধ্যাপক-অধ্যাপিকা এনসিসির মেজর ড. রিন্টুকুমার বিশ্বাস সহ কলেজের ছাত্র-ছাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *