
মেহের সেখঃ
১০ ডিসেম্বর মঙ্গলবার নিউ দিল্লির প্রধানমন্ত্রী সংগ্রহালয়ে সাহিত্য অকাদেমির দ্বারা প্রকাশিত বিষ্ণুকান্ত শাস্ত্রী রচনা — সঞ্চয়ন প্রকাশ সমারোহের আয়োজন করা হয়। উক্ত সমারোহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। কার্যক্রমের শুরুতেই সাহিত্য অকাদেমির মাননীয় অধ্যক্ষ মাধব কৌশিক ও উপাধ্যক্ষ ড. কুমুদ শর্মা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব অরুনীশ চাওলা এবং রচনা — সঞ্চয়নের সম্পাদক ড. প্রেমশঙ্কর ত্রিপাঠীকে অনুষ্ঠানে স্বাগত করেন এবং গ্রন্থটি প্রকাশের অনুমতি দেন। এরপর সমারোহের মুখ্য অতিথি ধর্মেন্দ্র প্রধান বিষ্ণুকান্ত শাস্ত্রী রচনা — সঞ্চয়ন প্রকাশ করেন। ধর্মেন্দ্র প্রধান সাহিত্য অকাদেমিকে এই গ্রন্থটি প্রকাশের জন্য শুভকামনা জানিয়ে বলেন পণ্ডিত বিষ্ণুকান্ত শাস্ত্রী সারস্বত সাধক। বিষ্ণুকান্ত শাস্ত্রী ভারতীয় দর্শন আর কাব্যের মহান পরম্পরার সংবাহক আর ঘোষক ছিলেন। শিক্ষা, সাহিত্য, সমাজ, সংস্কৃতি, অধ্যাত্ম, রাজনীতি সবক্ষেত্রেই বিষ্ণুকান্ত শাস্ত্রীর অবাধ বিচরণ ছিল। অনুষ্ঠানের স্বাগত ভাষণে সাহিত্য অকাদেমির সচিব ড. কে. শ্রীনিবাসরাও ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অভিনন্দন জানাতে গিয়ে বলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের দেওয়া এই মূল্যবান সময়টি সাহিত্য অকাদেমির জন্য বিশিষ্ট হয়ে থাকবে। তিনি বিষ্ণুকান্ত শাস্ত্রী রচনা — সঞ্চয়ন আর গ্রন্থের সম্পাদকের সম্পর্কে সংক্ষেপে কিছু কথা বলেন। বিষ্ণুকান্ত শাস্ত্রীর সুযোগ্য শিষ্য এবং গ্রন্থের সম্পাদক ড. প্রেমশঙ্কর ত্রিপাঠী বিষ্ণুকান্ত শাস্ত্রীর সাহিত্য এবং ব্যাক্তিত্ব নিয়ে আলোচনা করেন । কার্যক্রমের শেষে সাহিত্য অকাদেমির উপাধ্যক্ষ ড. কুমুদ শর্মা অনুষ্ঠানে আগত সকলকে ধন্যবাদ জানান।