
শম্ভুনাথ সেনঃ
কৃষি নির্ভর বীরভূম। অন্তত ৭০ শতাংশ মানুষের জীবন জীবিকা কৃষির উপর নির্ভরশীল। গতানুগতিক পদ্ধতির বাইরে বেরিয়ে এগ্রিকালচার টেকনোলজি ম্যানেজমেন্ট এজেন্সির ব্যবস্থাপনায় কৃষিজমির ফলন বৃদ্ধির লক্ষ্যে বীরভূমের মুরারই ১ নম্বর ব্লকের চাষীদেরকে নিয়ে আজ ১২ ডিসেম্বর এক সচেতনতা মূলক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ব্লকের প্রাণিসম্পদ ও মৎস্য দপ্তর। এই শিবিরে ব্লকের গোরসা, পলশা, মুরারই এলাকার অন্তত ১০০ জন কৃষক, প্রাণীপালক, ও মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন। কিভাবে চাষ করলে উৎপাদিত ফলনের বৃদ্ধি, সেইসঙ্গে লাভজনক হবে সেই সম্পর্কে চাষীদের পরামর্শ দেওয়া হয়। এই শিবিরে কৃষকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন ব্লক কৃষি দপ্তরের টেকনোলজি ম্যানেজার শুভ্র গোস্বামী, ব্লক প্রাণী সম্পদ দপ্তরের আধিকারিক চিকিৎসক অচিন্ত্য মহান্তি, ব্লক মৎস্য দপ্তরের আধিকারিক মলয় কুমার মাল প্রমুখ।

ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম