
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের আয়োজন ও পরিচালনায় সর্বধর্ম সমন্বয়ে ১২ ডিসেম্বর থেকে শুরু হল ৮ দিনের ৬৪ তম “অভেদানন্দ মেলা-২০২৪”। প্রতিবারের মতো এবারও মেলা বসেছে দুবরাজপুর সারদা ফুটবল ময়দানে। ৮ ডিসেম্বর সন্ধ্যায় আশ্রমের সত্যানন্দ মঞ্চে প্রদীপ প্রজ্জ্বলন ও বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে মেলার উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক অনুপকুমার সাহা, বিশিষ্ট আইনজীবী মলয় মুখোপাধ্যায়, দুবরাজপুর পুরপ্রধান পীযূষ পাণ্ডে, দুবরাজপুর বিডিও রাজা আদক সহ স্বামী সারদাত্মানন্দ, স্বামী প্রকাশানন্দ ও অন্যান্য আশ্রমিক মহারাজরা। এদিন মুখকথা পরিবেশন করেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ। সাঁইথিয়া শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক ধ্রুবানন্দ মহারাজের কন্ঠে স্তোত্র পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে প্রদীপ প্রজ্জ্বলন, গীতা, বাইবেল, কোরান ও শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠের মধ্য দিয়ে মেলার উদ্বোধন হয়। এদিন বক্তারা মেলার ইতিহাস ও আশ্রমের সামাজিক নানা কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। এই মেলায় সত্যানন্দ মঞ্চে প্রতিদিনই নানা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে আশ্রম কর্তৃপক্ষ এক সূচীতে জানিয়েছেন। মেলা চলবে আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত। উল্লেখ্য, মেলা শুরুর আগেই ৮-১১ ডিসেম্বর এই আশ্রমে শ্রী শ্রী সারদা কাত্যায়ণী পূজা অনুষ্ঠিত হয়। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী তিথি অনুযায়ী দেবীর বিহিত পূজা চনণ্ডীপাঠ, হোম, পুষ্পাঞ্জলি, নারায়নারায়ণ সেবা অনুষ্ঠিত হয়। মেলা উপলক্ষে কবি, বাউল, যাত্রা সহ নানা প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ।
