
শম্ভুনাথ সেনঃ
পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের মূল স্রোতে ফিরিয়ে আনতে বীরভূমের বহু প্রাথমিক বিদ্যালয়ে শুরু হয়েছে প্রতিকারমূলক শিখন। জেলার ময়ূরেশ্বর চক্রের উলকুণ্ডা প্রাথমিক বিদ্যালয়ের সেই ছবি ধরা পড়েছে নয়াপ্রজন্মের ওয়েবসাইটের পাতায়। তৃতীয় পর্বের মূল্যায়ন শেষে প্রতি বছরের ন্যায় এবারও সকল শিক্ষক শিক্ষিকার সহযোগিতা নিয়ে এই শিখন শুরু হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার গড়াই।চলতি শিক্ষাবর্ষের মূল্যায়ন চলাকালীন সকল ছাত্রছাত্রীদের এ বিষয়ে অবগত করা হয়। বিশেষ করে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীরা রোজ বিদ্যালয়ে আসবে বলে আগেই হাত তুলে সম্মতি প্রদান করে। এই ডিসেম্বর মাসের বাকি দিনগুলি (ছুটি বাদে) এই ক্লাস চলবে। বিভিন্ন দিনে বিষয় ভিত্তিক অন্তত তিন থেকে চারটি ক্লাস নেওয়া হচ্ছে। বিদ্যালয়ের সহ শিক্ষক বিথীন মণ্ডল, হায়াতুল্লা সেখ, অনিমা মণ্ডল, মন্দিরা দত্ত, কুণাল ঘোষ ছাত্রছাত্রীদের এই প্রতিকারমূলক শিখনে ক্লাস নিচ্ছেন। এই শিক্ষা পেয়ে পঞ্চম শ্রেণীর কুলসুম খাতুন, রণি কোনাই, আয়ুষ্মান রায়, তৃতীয় শ্রেণীর অর্ণব দাস, সায়িদা খাতুন, আফরিন খাতুন, চতুর্থ শ্রেণীর অনুশ্রী ধীবর, অর্ণব কোনাইরা বেশ খুশি।