
শম্ভুনাথ সেনঃ
পৌষ সংক্রান্তির পুণ্য লগ্নে বীরভূমের অজয় নদের ধারে বৈষ্ণব তীর্থভূমি কেন্দুলীতে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী “জয়দেব মেলা”। উল্লেখ্য, এই মেলা বীরভূমের সবচেয়ে বৃহত্তম মেলা। আজ ১৪ ডিসেম্বর এই মেলার প্রস্তুতি নিয়ে জেলা প্রশাসন ও আখড়া কমিটির কর্মকর্তাদের সাথে একটি বৈঠক অনুষ্ঠিত হয় জয়দেব কেন্দুলী গ্রাম পঞ্চায়েত সভাকক্ষে। এদিন এই মেলার প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বীরভূম জেলা সমাহর্তা বিধান রায়, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বীরভূম পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়, ইলামবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি রবি মুর্মু, ইলামবাজার বিডিও অনির্বাণ মজুমদার সহ জেলার বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। সেই সঙ্গে এদিন উপস্থিত ছিলেন স্থায়ী এবং অস্থায়ী আখড়ার কর্মকর্তারা।

মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানান মেলা হবে এবং থাকবে জোরদার সরকারি সহযোগিতা। জেলাশাসক বিধান রায় সাংবাদিকদের জানান ১৩ -১৬ জানুয়ারি ৪ দিন ধরেই ঐতিহ্যবাহী এই মেলায় পুণ্যার্থীর আগমন ঘটবে। মেলা দর্শনার্থীদের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে যেতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন। সুষ্ঠুভাবে মেলা পরিচালনার ক্ষেত্রে সাধারণ প্রশাসন থেকে পুলিশ প্রশাসনের যথেষ্ট নজরদারি এবং কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হবে। এছাড়া বিদ্যুৎ বিভাগ, অগ্নি নির্বাপন বিভাগ, স্বাস্থ্য বিভাগ, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সহযোগিতা নিয়ে মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে তিনি জানিয়েছেন।
