
মেহের সেখঃ
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত Government General Degree College Kharagpur-II তথা স্থানীয়দের কাছে যেটি মাদপুর আম্বিগেড়িয়া কলেজ নামেই পরিচিত কলেজে গত ৩ ও ৪ ডিসেম্বর NAAC–এর একটি প্রতিনিধি দল কলেজ মূল্যায়নের জন্য পরিদর্শনে আসেন। ২০১৫ সালে মাদপুর আম্বিগেড়িয়া কলেজ প্রতিষ্ঠিত হওয়ার ঠিক দশ বছরের মাথায় প্রথমবার NAAC–এর মূল্যায়নে ৩ ডিসেম্বর প্রথম পর্বে NAAC কমিটি মাদপুর আম্বিগেড়িয়া কলেজ পরিদর্শন করেন, দ্বিতীয় পর্বে কলেজের বিভিন্ন বিভাগ গুলো পরিদর্শনে যান, তৃতীয় পর্বে মধ্যাহ্ন ভোজের সাময়িক বিরতি দিয়ে দফায় দফায় প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী এবং অভিভাবকদের সঙ্গে তাঁরা সাক্ষাৎ করেন। এরপর কলেজে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে NAAC–এর প্রথম দিনের পরিদর্শন শেষ করা হয়। এরপর ৪ ডিসেম্বর কলেজের অফিসিয়াল গুরুত্বপূর্ণ ডকুমেন্ট গুলো সংগ্রহ করে দুপুরে মধ্যাহ্ন ভোজ খেয়ে NAAC কমিটি কলেজ পরিদর্শন সমাপ্ত করেন। উপস্থিত ছিলেন Government General Degree college Kharagpur — II তথা মাদপুর আম্বিগেড়িয়া কলেজের অধ্যক্ষ ড. পার্থসারথি সিংহ, কলেজের শিক্ষক — শিক্ষাকর্মী, কলেজের প্রাক্তন ও বর্তমান ছাত্র/ছাত্রী, অভিভাবক সহ সকলে। কলেজ পরিদর্শনের সাত দিনের মধ্যে NAAC কমিটি কলেজ মূল্যায়নের ফল প্রকাশ করেন এবং NAAC–এর এই মূল্যায়নে মাদপুর আম্বিগেড়িয়া কলেজ B+ গ্রেড অর্জন করে। কলেজ B+(2.7) গ্রেড পাওয়ায় কলেজের অধ্যক্ষ, কলেজের শিক্ষক, শিক্ষাকর্মী, কলেজের বর্তমান ও প্রাক্তন ছাত্র/ছাত্রী অবিভাবক সহ সকলেই খুবই খুশি হয়েছেন। কলেজের এই সাফল্য কলেজকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ ড. পার্থসারথি সিংহ। দ্বিতীয়বার NAAC পরিদর্শনে যাতে কলেজটি A গ্রেডে উত্তীর্ণ হতে পারে সেই বিষয়ে কাজ করে যাবেন বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ ড. পার্থসারথি সিংহ।
