
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের শিক্ষিত যুব সমাজকে কাজের দিশা দিতে এগিয়ে এসেছে “প্রচেষ্টা” নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন।বোলপুর মহকুমা প্রশাসন ও বোলপুর উচ্চ বিদ্যালয়ের যৌথ উদ্যোগে চলছে ডাব্লিউবিসিএস পরীক্ষার্থীদের জন্য নিয়মিত ফ্রি কোচিং এর ব্যবস্থা। ১৪ ডিসেম্বর “প্রচেষ্টা”র নবম ব্যাচের শুভ সূচনা হলো বোলপুর উচ্চ বিদ্যালয়ে। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখার্জী, বোলপুর মহকুমা শাসক অয়ন নাথ, বোলপুর উচ্চ বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভারপ্রাপ্ত শিক্ষক রফিকুল হাসান প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট শিক্ষক তথা প্রচেষ্টা’র কোর্ডিনেটর তারক বন্দ্যোপাধ্যায়। তিনি বক্তব্যে “প্রচেষ্টা”র সাফল্যের খতিয়ান তুলে ধরেন। সফল পরীক্ষার্থীদের হাতে এদিন তুলে দেওয়া হয় পুরস্কার। উল্লেখ্য “প্রচেষ্টায়”বোলপুরের বিভিন্ন বিদ্যালয় ও কলেজ থেকে অন্তত ২৫ জন শিক্ষক-শিক্ষিকা স্বেচ্ছায় পাঠ দান করে থাকেন। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানের পরেই নতুন ব্যাচের ক্লাস শুরু হয়।
