
শম্ভুনাথ সেনঃ
পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির বীরভূম জেলা শাখার সিউড়ী ১ নং ব্লক ও পৌরসভার শিক্ষক সম্মেলন আয়োজিত হলো বীরভূমের সদর সিউড়িতে।১৪ ডিসেম্বর দুপুরে সিউড়ী রবীন্দ্র সদনে পুষ্পবীণা সঙ্গীত শিক্ষা নিকেতনের শিল্পীদের উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। মঞ্চে অতিথিদের বরণ করার পর স্বাগত ভাষণ দেন WBTSTA জেলা সভাপতি শিক্ষক অভিজিৎ নন্দন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, প্রাথমিক বিদ্যালয়ে সংসদ সভাপতি ডঃ প্রলয় নায়েক প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন WBTSTA এর রাজ্য সভাপতি গগন সরকার, সিউড়ি পৌরপিতা উজ্জ্বল চট্টোপাধ্যায় সহ শিক্ষক সংগঠনের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক- শিক্ষিকারা।
