
সেখ রিয়াজুদ্দিনঃ
১৪ ডিসেম্বর শনিবার জাতীয় লোক আদালত বসে জেলা সদর সিউড়ী, রামপুরহাট ও বোলপুর আদালতে। একদিনে একসঙ্গে মোট ৩৫৩৪ টি মামলার নিষ্পত্তি হয়। বিভিন্ন মামলার জরিমানা ও ব্যাঙ্কের অনাদায়ী ঋণ বাবদ ৬ কোটি ১৫ লাখ টাকার বেশি আদায় হয়েছে বলে জানা যায়। যারমধ্যে ব্যাঙ্কের অনাদায়ী, টেলিফোন বিল, ইলেক্ট্রিক বিল,, মোটর দূর্ঘটনা জনিত মামলা ও অন্যান্য সিবিল মামলা ইত্যাদি উঠে আসে এদিনের জাতীয় লোক আদালতে। দীর্ঘদিন ধরে চলতে থাকা মামলা গুলি একদিনেই লোক আদালতে মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি করা হয়। যার দ্বারা সাধারণ মানুষ ও ব্যাঙ্ক কর্তৃপক্ষ উভয়েই উপকৃত হলো।

উল্লেখ্য ন্যাশানাল লিগ্যাল সার্ভিসেস অথরিটির নির্দেশে সারা দেশেই এবছরের মতো এটাই ছিল শেষ জাতীয় লোক আদালত। পশ্চিমবঙ্গ রাজ্য আইনী পরিষেবা কর্তৃপক্ষের পরিচালনায় পশ্চিমবঙ্গের সব জেলা ও মহকুমা আদালতে বসে লোক আদালত। বীরভূমের ক্ষেত্রে সমগ্র বিষয়টি পরিচালনা করেন বীরভূম জেলা আইনি পরিষেবা বিভাগের সচিব ও বিচারক নিরুপমা দাস ভৌমিক।
