
শম্ভুনাথ সেনঃ
সূচী অনুযায়ী তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হলো বীরভূমের রামপুরহাটে। আজ ১৫ ডিসেম্বর রামপুরহাট তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, দলের প্রবীণ নেতা তথা বিধানসভার উপাধ্যক্ষ ডঃ আশিস বন্দ্যোপাধ্যায়, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল সেখ, লাভপুর বিধানসভার বিধায়ক অভিজিৎ সিনহা, সিউড়ি বিধায়ক বিকাশ রায়চৌধুরী, কোর কমিটির সদস্য সুদীপ্ত দাস। এদিন সহমতের ভিত্তিতে আগামী দিনে দলীয় কার্য পরিচালনা করার জন্য সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন কোর কমিটির আহ্বায়ক তথা বিধায়ক বিকাশ রায়চৌধুরী। সাংবাদিকদের মুখোমুখি এদিন তিনি স্পষ্ট ভাবে জানান “অনুব্রত মণ্ডল আমাদের জেলা সভাপতি, তিনিই কোর কমিটির চেয়ারম্যান। তাঁর তত্ত্বাবধানেই কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হল ৷ ২০২৬ সালের আগামী বিধানসভা নির্বাচনে বীরভূমের ১১ টি আসন ছাড়াও অনুব্রত মণ্ডলের নেতৃত্বে পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম, কেতুগ্রাম ও মঙ্গলকোট এই ৩ টি বিধানসভায় জয়লাভ করবে তৃণমূল৷”