
শম্ভুনাথ সেনঃ
সরকারি (GOVT) পরিষেবার পাশাপাশি এখন বহু বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন নানান সামাজিক সেবামূলক কাজকর্মে নজির গড়েছে। বীরভূমের কীর্ণাহারে তেমন একটি স্বেচ্ছাসেবী সংস্থা “স্পন্দন ফাউন্ডেশন ওয়েলফেয়ার সোসাইটি”। তাদের পথ চলার নতুন ভাবনা “অন্য এক পৃথিবীর খোঁজে”। এই সংগঠন ৫ বছর ধরে রক্তদান, দুঃস্থদের শীতবস্ত্র প্রদান এমন বিভিন্ন পরিষেবা মূলক কাজ করার পাশাপাশি এক ব্যতিক্রমী ভাবনা নিয়ে তারা চুলদান কর্মসূচি হাতে নিয়েছে। অনেক সময় ক্যান্সার রোগীদের কেমোথেরাপি নেওয়ার ফলে মাথার চুল উঠে যায়। বিশেষত মহিলা ক্যান্সার রোগীদের চুল উঠে যাওয়ার ফলে সেইসব মহিলারা সামাজিকভাবে হীনমন্যতায় ভোগেন। সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার লক্ষ্যে তাদের জন্য তৈরি হয় পরচুলা। সমাজে এমন অনেক মানুষ রয়েছেন তারা নিজের চুল দান করেন এই সংগঠনের মাধ্যমে। বীরভূমের বোলপুরে নাম প্রকাশে অনিচ্ছুক এক সাংবাদিক তিনি আজ ১৫ ডিসেম্বর তার মাথার চুল এই স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে দান করেন। স্পন্দন ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করলে চুল কাটার পদ্ধতি তাঁকে জানানো হয়।সেই নিয়ম মেনে চুল দান করেন ওই সাংবাদিক। সাংবাদিকের চুল সংগ্রহ করেন স্পন্দন ফাউন্ডেশনের সম্পাদক রানা দাস। নাম প্রকাশে অনিচ্ছুক এই সাংবাদিক ক্যান্সার রোগীদের পাশে থাকতে পারার জন্য খুশি ব্যক্ত করেন। পাশাপাশি ওই স্বেচ্ছাসেবী সংগঠনকে তিনি ধন্যবাদ জানান।