
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের তন্ত্রক্ষেত্র তারাপীঠে আজ পৌষমাসের প্রথম দিন থেকে চালু হয়ে গেল নয়া নির্দেশিকা। তারাপীঠ মন্দির কমিটির সভাপতি, সহ-সভাপতি ও সেবাইতদের সঙ্গে কদিন আগেই শুরু হয় প্রশাসনিক বৈঠক। যেখানে বীরভূমের জেলা সমাহর্তা মন্দির নিয়ে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই নিয়ম নির্দেশিকা আজ পৌষমাসের পয়লা তারিখ থেকে লাগু হয়ে গেল। নির্দেশিকায় বলা হয়েছে, নির্দিষ্ট সময়ে মন্দির খোলা ও বন্ধ এবং মায়ের মন্দিরে ভোগ নিবেদন করতে হবে। পুন্যার্থীরা মোবাইল নিয়ে মন্দিরে প্রবেশ করতে পারবেন না। ভক্তদের পুজো দেওয়া এবং মায়ের দর্শনের জন্য দুটি লাইন রাখতে হবে। তারমধ্যে জেনারেল লাইনের দর্শনার্থীদের জন্য এক ঘণ্টা আগে চালু করতে হবে। তারপর বিশেষ লাইন খোলা হবে। মন্দিরের গর্ভগৃহের ভিতরে গোলাপ জল, আতর, আলতা ইত্যাদি নিয়ে প্রবেশ করা যাবে না। মায়ের চরণ স্পর্শ করা গেলেও মাকে জড়িয়ে ধরা যাবে না। এছাড়া আরো কিছু নিয়ম চালু হলো আজ থেকে।