
শম্ভুনাথ সেনঃ
আবাস যোজনা প্রকল্পে গৃহহীন ও প্রকৃত প্রাপকদের বাড়ি দিতে হবে। এই দাবীতে এলাকার বঞ্চিত বাড়ি প্রাপকদের সঙ্গে নিয়ে বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয় বিজেপি। আজ ১৭ ডিসেম্বর বীরভূমের রামপুরহাট ১ নম্বর ব্লক আধিকারিকের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করে বিজেপির কর্মী ও সমর্থকরা। গৃহহীন ও প্রকৃত বাড়ি প্রাপকদের আবাস যোজনায় বাড়ি না দিয়ে শাসক দলের নেতা ও কর্মীদের আবাস যোজনা প্রকল্পে বাড়ি পাইয়ে দেওয়া হয়েছে বলে বিজেপির অভিযোগ।

অবিলম্বে ভুয়ো বাড়ি প্রাপকদের নাম তালিকা থেকে বাদ দিয়ে প্রকৃত প্রাপকদের বাড়ি দিতে হবে বলে তারা দাবি তোলেন। এদিনের বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা সহ প্রায় হাজার দুয়েক কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ। এদিন বিজেপির পক্ষ থেকে রামপুরহাট -১ ব্লক আধিকারিকের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। বঞ্চিত বাড়ি প্রাপকদের সঙ্গে নিয়ে বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয় বিজেপি।

I just couldn’t depart your site prior to suggesting that I extremely enjoyed the standard information a person provide for your visitors? Is going to be back often to check up on new posts