
সেখ রিয়াজুদ্দিনঃ
পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও শারীরিক এবং সংস্কৃতির একটা অঙ্গ। সেই প্রেক্ষিতে অন্যান্য বছরের ন্যায় আজ বুধবার খয়রাশোল ব্লকের লোকপুর ননীলাল সরস্বতী শিশু মন্দির নামক বেসরকারি বিদ্যালয়ের ২৪১জন পড়ুয়াদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের নিজস্ব মাঠে। উচ্চ লম্ফ, দীর্ঘ লম্ফ, দৌড় সহ ৪৩ টি ইভেন্টে খেলা হয়। খেলা শুরুর আগে পতাকা উত্তোলন, প্রভাতফেরি করা হয়।
এদিন এক সংস্থা কর্তৃক এই বিদ্যালয়ের পড়ুয়াদের পোশাক বিতরণ করেন। পড়ুয়াদের খেলায় উৎসাহ প্রদানের লক্ষ্যে মায়েদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। খেলা শেষ হবার সাথে সাথেই প্রতি বিভাগের প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারিদের পুরস্কার ও শংসাপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের পূর্ণকালীন কার্যকর্তা বরণ গড়াই । এছাড়াও ছিলেন ননীলাল শিশু মন্দির এর সভাপতি সাধন দত্ত, সম্পাদক উৎপল সেন,কোষাধ্যক্ষ হারাধন ঘোষ, বিদ্যালয়ের প্রধান আচার্য বিপিন নন্দী, সহ বহু বিশিষ্ট্য ব্যক্তিবর্গ।

