সিউড়ি থানায় আইসি হয়ে এলেন সঞ্চয়ন ব্যানার্জি

সেখ রিয়াজুদ্দিনঃ

সিউড়ি থানার আইসি দেবাশীষ ঘোষ মালদহ জেলার ইন্টেলিজেন্স শাখার ইন্সপেক্টর হিসেবে বদলি হয়ে যাচ্ছেন। পরিবর্তে সেখানে যোগ দিচ্ছেন সঞ্চয়ন ব্যানার্জি। বীরভূমের জেলা সদর সিউড়ি থানার নতুন আইসি হিসেবে যোগ দিলেন সঞ্চয়ন ব্যানার্জি। উল্লেখ্য ইতিপূর্বে তিনি ইন্সপেক্টর অফ পুলিশ সিআইডি তে ছিলেন। সঞ্চয়ন ব্যানার্জি ইতিপূর্বে রাজনগর, খয়রাশোল ও মাড়গ্রাম থানায় ওসি হিসেবে অতি দক্ষতার সাথে নিজের দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি এইসব এলাকায় সাধারণ মানুষের সঙ্গে নিবিড় জনসংযোগ গড়ে তুলেছিলেন। এলাকায় বিভিন্ন সমাজ সেবামূলক কাজে তাঁকে ব্রতী হতে দেখা গেছে। প্রায় প্রতি থানা চত্বরের মধ্যে বেশ কিছু কাজের নিদর্শন আজ ও বিদ্যমান। দায়িত্ব প্রাপ্ত প্রতিটি থানা এলাকায় জনপ্রিয় ওসি হিসেবে তিনি পরিচিতি লাভ করে ছিলেন। সঞ্চয়ন ব্যানার্জীর এই পদোন্নতিতে জেলার বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।

One thought on “সিউড়ি থানায় আইসি হয়ে এলেন সঞ্চয়ন ব্যানার্জি

  1. I am glad for commenting to make you be aware of of the outstanding discovery our child enjoyed checking your blog. She picked up plenty of pieces, not to mention how it is like to possess an ideal giving style to make a number of people completely thoroughly grasp specific hard to do subject matter. You truly exceeded our desires. I appreciate you for offering such informative, trustworthy, revealing as well as unique tips on your topic to Lizeth.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এআই শিখুন, জীবনের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যান!


এআই কোর্স: ব্যবসায়ী, চাকরিজীবী, শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের জন্য সম্পূর্ণ গাইড! Zed Age Infotech এর তরফ থেকে প্রথমবার বীরভূম জেলায়! আপনি কি ব্যবসায়ী, চাকরিজীবী, শিক্ষক নাকি ছাত্র/ছাত্রী? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) আপনার কাজ এবং লেখাপড়াকে আরও সহজ এবং কার্যকর করতে পারে! Zed Age Infotech এর নতুন এআই কোর্সে যোগ দিন! বিশদ জানতে কল করুন 9474413998 নম্বরে অথবা নাম নথিভুক্ত করতে নীচের লিঙ্কে ক্লিক করুন।

This will close in 120 seconds