
শম্ভুনাথ সেনঃ
আসন্ন উচ্চ-মাধ্যমিক পরীক্ষা ২০২৫ কে সামনে রেখে বীরভূমের সদর সিউড়ি ডি.আর.ডি.সি হলে আজ ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হলো পরীক্ষা গ্রহণ পরিচালনার জন্য এক প্রস্তুতি সভা। সারা জেলায় মোট ৯০ টি কেন্দ্রে এবার পরীক্ষা গ্রহণ করা হবে। তাদের মধ্যে মূল কেন্দ্র রয়েছে ৩০ টি বাকি ৬০ টি শাখা কেন্দ্র। জেলার অন্তত ১৫০ জন শিক্ষকের উপস্থিতিতে এদিন সেন্টার ইনচার্জ, সেন্টার সেক্রেটারী, ভেন্যু সুপারভাইজার ও জেলা পরামর্শদাতা কমিটির সদস্যদের নিয়ে বেলা ১১ টা নাগাদ এই প্রস্তুতি সভা শুরু হয়। শুরুতেই স্বাগত ভাষণ দেন পুরন্দরপুর হাইস্কুলের সহ শিক্ষক তথা জয়েন কনভেনার অভিজিৎ নন্দন।

উক্ত সভায় উপস্থিত ছিলেন প: ব: উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদেরের সভাপতি ড. চিরঞ্জীব ভট্টাচাৰ্য, ডেপুটি সেক্রেটারি (এক্সাম) উৎপল কুমার বিশ্বাস, আঞ্চলিক আধিকারিক রাজীব বিশ্বাস প্রমুখ। এছাড়া বীরভূম জেলা সভাধিপতি ফায়জুল হক, বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি অধ্যাপক ড.প্রলয় নায়েক, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার অভিজিৎ সাহা, জেলা স্কুল পরিদর্শক (প্রাইমারী) সুখলাল হাঁসদা, মাধ্যমিকের কনভেনর শিক্ষক চন্দন ঘোষ সহ অন্যান্য আধিকারিকরা। উল্লেখ্য, ২০২৫ এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অন লাইন ফরম ফিলাপ গত ২ ডিসেম্বর থেকে শুরু হয়েছে। চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত। ২০২৫ এর ৩ মার্চ থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। চলবে ১৮ মার্চ পর্যন্ত।

Oh my goodness! an amazing article dude. Thanks However I’m experiencing situation with ur rss . Don’t know why Unable to subscribe to it. Is there anyone getting an identical rss problem? Anybody who knows kindly respond. Thnkx