
শম্ভুনাথ সেনঃ
যথাযথ মর্যাদায় শান্তিনিকেতন উপাসনা গৃহে ৩০ ডিসেম্বর দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিশ্বভারতীর প্রাক্তন আচার্য ডঃ মনমোহন সিংহের স্মরণে শ্রদ্ধার্ঘ্য জানালো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এদিন শান্তিনিকেতনের উপাসনা গৃহে প্রাক্তন আচার্যকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলো বিশ্ববিদ্যালয় পরিবার। উপস্থিত ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয়কুমার সরেন, অর্থনীতি বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ হালদার, শিক্ষাসত্রের অধ্যাপক সৌমেন সেনগুপ্ত সহ অন্যান্য অধ্যাপক আধিকারিকরা। সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত ভবনের পড়ুয়ারা। উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রীর জীবনাবসান হয়। প্রধানমন্ত্রীর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই শান্তিনিকেতন পৌষ মেলার বিনোদন মঞ্চে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করা হয়। এদিন বিশেষ উপাসনার মধ্য দিয়ে ডঃ মনমোহন সিং ও আর পরিবার বর্গের প্রতি শ্রদ্ধার্ঘ্য ও সমবেদনা জানালো বিশ্বভারতী।