
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের বৈষ্ণবভূমি খয়রাশোল ব্লকের শ্রীধাম ময়নাডালে মহাপ্রভু মন্দির চত্বরে সাড়ম্বরে প্রকাশিত হলো “সংকীর্তন” পত্রিকা। সেইসঙ্গে জেলার কবি, সাহিত্যিকদের নিয়ে একটি সাহিত্য সভার আয়োজন করা হয়। সংকীর্তন পত্রিকার সম্পাদক উজ্জ্বল মিত্রঠাকুরের উদ্যোগে অনুষ্ঠানে প্রথমেই উপস্থিত সকল সাহিত্যিকাদের বরণ, পরবর্তীতে সংকীর্তন প্রকাশ এবং সকলের হাতে পত্রিকা তুলে দেওয়া হয়। উপস্থিত বিদ্বজনেরা আজকের দিনে সাহিত্যের গুরুত্ব নিয়ে সম্বন্ধে বিশদে আলোকপাত করেন। সাহিত্যসভা শেষে স্থানীয় বেশ কিছু দুঃস্থদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। পরে সকলের জন্য মহাপ্রভুর মহাপ্রসাদ বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন সংকীর্তন পত্রিকার সম্পাদক তথা সাহিত্যিক উজ্জ্বল মিত্রঠাকুর, পাঁচড়া গীতাভবনের অধ্যক্ষ তথা প্রতিষ্ঠাতা স্বামী সত্যানন্দজী মহারাজ, বীরভূম সাহিত্য পরিষদের সম্পাদক সরোজ কর্মকার, সাহিত্যালোক পত্রিকার সম্পাদক অলক দাঁ, অধ্যাপক ড. রবিন ঘোষ সহ জেলার সাহিত্যপ্রেমী মানুষজন।