
শম্ভুনাথ সেনঃ
পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা দপ্তরের গাইড লাইন অনুযায়ী সারা রাজ্যের সাথে বীরভূমেও আজ ২ জানুয়ারী থেকে শুরু হলো “শিক্ষার্থী সপ্তাহ”। ২০২৫ এর শিক্ষা বর্ষে ২-৮ জানুয়ারী এই ৭ দিনে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে সরকারি বই। বীরভূমের সিউড়ি ১ নং ব্লকের কড়িধ্যা যদু রায় হাইস্কুলে নবীন বরণের ধাঁচে আজ শিক্ষার্থী সপ্তাহ উদযাপনের সূচনা হয়। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পাঠরত ৬৫০ জন ছাত্র-ছাত্রীর হাতে সরকারি বই, খাতা এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা তুলে দেওয়া হয়। পাশাপাশি স্কুল কর্তৃপক্ষ নিজেদের উদ্যোগে নতুন বছরকে স্মরনীয় করে তোলার উদ্দেশ্যে গোলাপ ফুল দিয়ে ছাত্র-ছাত্রীদের স্বাগত জানাই। তুলে দেওয়া হয় একটি করে কলম ও চকলেট।
এই অভিনব উদ্যোগে খুশি অভিভাবক থেকে ছাত্র-ছাত্রী সকলেই।

দশম শ্রেণীর ছাত্রী ত্রয়ী বাগদী ও ইসিকা ধীবররা জানায়, নতুন বছরের শুরুতে স্কুল থেকে এহেন উপহার পেয়ে তারা অত্যন্ত আনন্দিত। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যামিনীকান্ত সাহা জানান, আমাদের বিদ্যালয় আমাদের কাছে পরিবার স্বরূপ। ছাত্র ছাত্রীরা সেই পরিবারের অঙ্গ। বছরের শুরুতেই কচি-কাঁচাদের হাতে ক্ষুদ্র উপহার তুলে দিতে পেরে আমরাও গর্ববোধ করছি। শিক্ষক বিপদতারণ মণ্ডল, শুভেন্দু আচার্য, মহেন্দ্রনাথ পাল,তাপস ঘোষ সহ অন্যান্য সহশিক্ষকদের সহায়তায় বিদ্যালয়ে ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সপ্তাহের প্রথমদিন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়।
