বীরভূমের দক্ষিণগ্রামে একটি রাষ্টায়ত্ত ব্যাংকের সিএসপি থেকে লক্ষ লক্ষ টাকা উধাও, এলাকায় চাঞ্চল্য

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের অন্তর্গত দক্ষিণগ্রাম এলাকার একটি সিএসপি থেকে লক্ষ লক্ষ টাকা তছরূপের অভিযোগে এলাকায় চাঞ্চল্য। এই সিএসপির কর্ণধার রামকৃষ্ণ দলুই এর মাধ্যমে লক্ষ লক্ষ টাকা জমা দিয়েছিলেন প্রান্তিক চাষী ও এলাকার খেটে খাওয়া মানুষ। তবে দিন ১৫ আগেই বাইক দুর্ঘটনায় রামকৃষ্ণ দলুইয়ের মৃত্যু হয়। তারপর গত দু-তিনদিন ধরে গ্রাহকরা জানতে পেরেছেন তাদের একাউন্টের টাকা আসলে জমায় পড়েনি। ভুয়ো পাসবই তাদেরকে দেওয়া হয়েছিল। অনেক গ্রাহককে চারবার টিপসই করিয়ে একবার টাকা দেওয়া হয়েছে। বাকি টাকা সরিয়ে নেওয়া হয়েছে। উল্লেখ্য, রামকৃষ্ণ দলুই বছর আটেক আগেই দক্ষিণগ্রাম এলাকায় একটি ভাড়াবাড়িতে এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিএসপি শাখা খোলেন। এলাকার মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করে সে কয়েক বছর আগে থেকেই এই জালিয়াতি শুরু করেছিল। গত তিন বছর আগে তার সহযোগী হিসেবে এক বিবাহিত মহিলা প্রিয়া কোনাইকে রাখেন। লক্ষ লক্ষ টাকা তছরূপ হওয়ার খবর ছড়িয়ে পড়তেই এইসব সাধারণ মানুষজনের মাথায় হাত। ঘটনার পর লতিকা নাগ, চাঁদু কোনাই, গৌতম বায়েন, রামপ্রসাদ ধীবর, সাধন গড়াই এমন বহু মানুষ মল্লারপুর থানায় অভিযোগ জানিয়েছেন। তারা তাদের টাকা ফেরতের দাবি তোলেন। আসলে এইসব গ্রাহকরা যেসব কাগজ থানায় দেখিয়েছেন তা রামকৃষ্ণ দোলনের দেওয়া ব্যাংকের ভুয়ো কাগজ। ফলে অভিযোগের প্রমাণ করাটা বেশ দুরুহ হয়ে দাঁড়িয়েছে। তবে এমন অভিযোগ পেয়ে মল্লারপুর থানা তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *