
শম্ভুনাথ সেনঃ
নতুন বছরের পয়লা জানুয়ারি থেকে রেল কর্তৃপক্ষ ট্রেনের সময়সূচির বদল করেছে। আমাদের বীরভূমের সাঁইথিয়া- অণ্ডাল লাইনে চলাচলকারী ট্রেনগুলির সময় বদলে গেছে। বিজ্ঞপ্তি মারফত এই সময়সূচী প্রচার করেছে কর্তৃপক্ষ। তবুও অনেক যাত্রী অজানার কারণে দুদিন ধরে অসুবিধার মধ্যে পড়েছেন। রেল কর্তৃপক্ষের সময় পরিবর্তনের জন্য আজ ২ জানুয়ারী বীরভূমের সিউড়ি রেলস্টেশনে নিত্যযাত্রীরা ট্রেন আগলে বিক্ষোভ দেখায়। সাঁইথিয়া-অণ্ডাল মেমু ট্রেনটি বিকেল সাড়ে চারটে নাগাদ সিউড়ি স্টেশনে দাঁড় করিয়ে রেললাইনে নেমে বিক্ষোভ দেখায় নিত্যযাত্রীরা।
উল্লেখ্য, এই লাইনের প্রায় প্রতিটি ট্রেনের সময়সূচী পরিবর্তন করা হয়েছে। যার ফলে চূড়ান্ত ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা। তাদের অভিযোগ, “রেল কর্তৃপক্ষ হঠকারী ভাবে প্রতিটি ট্রেনের সময়সূচী পরিবর্তন করেছে যার ফলে আমরা সমস্যায় পড়ছি”। সাঁইথিয়া থেকে বিকেলে অণ্ডালগামী যে ট্রেনটি চারটে চল্লিশে ছাড়া হত, এখন তা চারটে দশ মিনিটে ছাড়া হয়। তাতে বহু যাত্রীর অসুবিধা হচ্ছে। এই অভিযোগে এই ট্রেনটি দাঁড় করিয়ে বিক্ষোভ দেখায় নিত্যযাত্রীরা। শেষ পর্যন্ত রেল পুলিশ নিত্যযাত্রীদের বুঝিয়ে ট্রেনটি ছেড়ে দেওয়া হয়। উল্লেখ্য, ময়ূরাক্ষী এক্সপ্রেস, সিউড়ি-শিয়ালদা মেমু এক্সপ্রেস সহ লোকাল ট্রেন গুলির সময় পরিবর্তন হয়েছে।
ছবি ও ভিডিও: নিতাই চক্রবর্তী, চিনপাই; বীরভূম