মোটরসাইকেল ভর্তি অবৈধ কয়লা সহ আটক দুই, সিউড়ি এলাকায়

সেখ রিয়াজুদ্দিনঃ

জেলার বিভিন্ন স্থানে অবৈধ কয়লা পাচারের অভিযোগে পুলিশ ধরপাকড় শুরু করে। তথাপি অবৈধভাবে কয়লা পাচার রোধ করা যায়নি। সেরকমই ঘটনা বৃহস্পতিবার সকালে একটি নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে পুলিশ আচমকা হানা দিতেই অবৈধ কয়লা ভর্তি মোটরসাইকেল সহ দুই ব্যাক্তিকে পুলিশ আটক করে। জানা যায় দুবরাজপুর থানার ঘাট গোপালপুর গ্রাম থেকে সিউড়ি থানা এলাকায় অবৈধ কয়লা পরিবহনের বিরুদ্ধে বীরভূম জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ডিএসপি স্বপনকুমার চক্রবর্তীর নেতৃত্বে স্পেশাল টিম সিউড়ি ঝোড়গ্রামের কাছে সড়কে অভিযান চালায়। পুলিশ দেখা মাত্রই কয়লা পাচারকারীদের মধ্য থেকে কয়েকজন গাঢাকা দেয় কয়লা ভর্তি মোটরসাইকেল ফেলে দিয়ে। পুলিশ সূত্রে খবর দুই পাচারকারী সহ মোট ছয়টি অবৈধ কয়লাবোঝাই মোটরসাইকেল আটক করা হয়েছে । প্রতিটি মোটরসাইকেলে ১০ কুইন্টাল করে মোট ছয় টন কয়লা উদ্ধার করা হয়েছে বলে এনফোর্সমেন্ট ব্রাঞ্চসূত্রে জানা গিয়েছে। ঘটনার সাথে জড়িত দুবরাজপুর থানার ঘাটগোপালপুর গ্রামের দুই কয়লা পাচারকারীদের মধ্যে নবী হোসেন খা (৩৫) ও সোহেল খাকে কয়লা বোঝাই অবস্থায় মোটরসাইকেল সহ আটক করা হয়। বাকি চার কয়লা পাচারকারী পালিয়ে যেতে সক্ষম হয়। এই সমস্ত পাচারকারীরা সিউড়ি এলাকার ইটভাটায় অবৈধ কয়লা সরবরাহ করার চেষ্টা করেছিল। দুই চোরাকারবারী সহ ছয়টি কয়লাবোঝাই মোটরসাইকেল সিউড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। বাজেয়াপ্ত কয়লার মূল্য আনুমানিক প্রায় এক লাখ টাকা বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *