
শম্ভুনাথ সেনঃ
রাজ্য সরকারের উদ্যোগ এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের আয়োজনে শান্তিনিকেতনে ৪ জানুয়ারী বিকেলে ৪টায় “হস্তশিল্প” মেলার শুভ হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করেন বিশিষ্ট অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসআরডিএর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলা পরিষদের, জেলা শাসক বিধান রায়, বীরভূম জেলা সভাধিপতি ফায়জুল হক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। এবার এই হস্তশিল্প মেলায় শতাধিক স্টল স্থান পেয়েছে। প্রতিটি স্টলে তুলে ধরা হয়েছে বাংলার ঐতিহ্যবাহী হস্তশিল্প। ডোকরার কাজ, চামড়ার সামগ্রী, বাটিক, কাঁথা স্টিচ, এবং কাঠ ও ধাতুর তৈরি নানা হস্ত শিল্প মেলার মূল আকর্ষণ। স্থানীয় শিল্পীদের পাশাপাশি ভিন রাজ্যের শিল্পীরাও তাঁদের শিল্পকর্ম প্রদর্শনের সুযোগ পেয়েছেন। হস্তশিল্পীদের আর্থিক উন্নয়ন এবং তাঁদের তৈরি পণ্যকে আন্তর্জাতিক বাজারে তুলে ধরা এই মেলার মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন উদ্যোক্তারা। রাজ্য সরকার এই মেলার মাধ্যমে স্থানীয় শিল্পকে আরও প্রসারিত করার প্রয়াস চালাচ্ছে। মেলায় প্রথম দিনে অসংখ্য দর্শক এবং ক্রেতা ভিড় করছেন। এই হস্তশিল্প মেলা চলবে আগামী ২০ জানুয়ারি পর্যন্ত। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, “বাংলার ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করতে এই ধরনের মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
