
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের দুবরাজপুর সেঁজুতি নাট্য সংস্থার আয়োজনে ৪ জানুয়ারী থেকে শুরু হলো ‘বিজয়িনী নাট্য সমারোহ’-২০২৫। ৪-৭ জানুয়ারী চার দিনের এই নাট্য উৎসবে ১২ টি নাটক মঞ্চস্থ হবে। দুবরাজপুর নেপাল মজুমদার ভবন সাংস্কৃতিক মঞ্চে এই উৎসবের উদ্বোধক রূপে উপস্থিত ছিলেন বীরভূমের গর্ব পদ্মশ্রী লোকশিল্পী রতন কাহার।


প্রধান অতিথি রুপে উপস্থিত ছিলেন বীরভূমের এক প্রথিতযশা অভিনেতা, পরিচালক, নাট্যকার তথা বীরভূমের আননের কর্ণধার বাবুন চক্রবর্তী। সম্মানীয় অতিথির আসন অলংকৃত করেন দুবরাজপুর পুরসভার পুরপ্রধান পীযূষ পাণ্ডে। গৌরবময় অতিথির আসনে ছিলেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, বীরভূম জেলা সরকারি আইনজীবী মলয় মুখোপাধ্যায়, বিশিষ্ট অধ্যাপক ড. রবিন ঘোষ সহ অন্যান্য কাউন্সিলর বৃন্দ ও বিশিষ্টজনেরা। অনুষ্ঠান মঞ্চে এদিন বীরভূমের আননের কর্ণধার বাবুন চক্রবর্তীকে “সেঁজুতির জীবন কৃতি সম্মাননা” প্রদান করা হয়। তাঁর হাতে “স্মারক সম্মাননা-২০২৫” তুলে দেন পুরপিতা পীযূষ পাণ্ডে।


৪ দিনের এই নাট্য উৎসবে বীরভূমের দুবরাজপুর, সাঁইথিয়া সহ ভিন জেলা মুর্শিদাবাদ, হুগলী, নদীয়া, কলকাতা, বর্ধমান থেকেও বিশিষ্ট নাট্যগোষ্ঠীর মোট ১২ টি নাটক মঞ্চস্থ হবে বলে জানিয়েছেন সেঁজুতির সম্পাদিকা সুমনা চক্রবর্তী। উদ্বোধক রতন কাহার এদিন তাঁর ফেলে আসা জীবনের নানা কথা তুলে ধরেন দর্শকদের কাছে। শ্রোতাদের অনুরোধে তার সেই গান “বড়লোকের বিটিলো” গানটি পরিবেশন করেন। উদ্বোধনের পরে পরেই হুগলির হরিপাল আশ্রমিক নাট্য সংস্থার, ভাস্কর দাসের রচনা ও নির্দেশনায় “থাপ্পর” নাটকটি মঞ্চস্থ হয়। তাঁদের প্রত্যেক শিল্পীর অভিনয় উপস্থিত দর্শকদের হৃদয় ছুঁয়ে দেয়।


