
শম্ভুনাথ সেনঃ
উৎসাহ আর উদ্দীপনায় বীরভূমের ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের জামালপুর উচ্চ বিদ্যালয়ের ৭২ তম প্রতিষ্ঠা দিবস নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হল। ভারতের স্বাধীনতার পরে পরেই ১৯৫৪ সালের এমন এক ৬ জানুয়ারী এই বিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়। এদিন বিদ্যালয়ের পতাকা উত্তোলন ও মাঙ্গলিক প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানাউল হোসেন।

গৌরবময় অতিথিরূপে উপস্থিত ছিলেন মল্লারপুর পূর্বচক্রের অবর বিদ্যালয় পরিদর্শক গৌতম সেন। উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন সমিতির বর্তমান ও প্রাক্তন সদস্যগণ। বিদ্যালয়ের ৭২ তম বর্ষপূর্তিতে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। দর্শক আসনে ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র ছাত্রীরা সহ শিক্ষক, অভিভাবক ও জামালপুর এবং সন্নিহিত গ্রামের বহু মানুষজন। প্রতিষ্ঠা দিবসকে স্মরণীয় করতে এদিন একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রামপুরহাট মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাঙ্ক সেন্টার এই রক্তদান শিবির পরিচালনা করেন। এদিন ৫ জন মহিলা সহ মোট ৫৮ জন স্বেচ্ছায় রক্ত দান করেন।এই নিয়ে এই রক্তদান শিবির তৃতীয় বছরে পদার্পণ করল। বিদ্যালয়ের পক্ষ থেকে রক্তদাতাদের হাতে গাছের চারা,নতুন বছরের ক্যালেন্ডার ও স্মারক দিয়ে অভিনন্দন জানানো হয়।
