
শম্ভুনাথ সেনঃ
খুনের ঘটনায় অভিযুক্তকে প্রায় ৪ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। আজ ৬ জানুয়ারী তাকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়। উল্লেখ্য, ২০২১ সালের ১৪ মে বিধানসভা ভোট পরবর্তী হিংসায় বীরভূমের নলহাটিতে মনোজ জয়শোয়াল নামে এক বিজেপি কর্মী তথা এলাকার ব্যবসায়ী খুন হন। পিটিয়ে খুন করার অভিযোগে জাহাদী হোসেন ওরফে ছোটন নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে নলহাটি থানার পুলিশ। গতকাল ৫ জানুয়ারী রাতে জেহাদী হোসেনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে খবর। আজ ধৃতকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়। উল্লেখ্য, ২০২১ সালের ১৪ মে মনোজ জয়সওয়াল নামে ওই বিজেপি কর্মীর ক্ষত বিক্ষত মৃতদেহ বীরভূমের নলহাটি থানার মধুরা গ্রামের কাছে রাস্তার ধার থেকে উদ্ধার হয়। পুলিশ তদন্তে নেমে জানতে পারে মনোজ জয়সওয়ালকে পিটিয়ে খুন করা হয়েছে। এই ঘটনার পর এক অভিযুক্তকে গ্রেপ্তার করে নলহাটি থানার পুলিশ। পরে ঘটনার তদন্তভার পায় সিবিআই। সিবিআই তদন্ত করতে নেমে জাহাদি হোসেনের নাম জানতে পারে। ঘটনার পর থেকেই অভিযুক্ত এলাকা থেকে গাঢাকা দিয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল তাকে গ্রেপ্তার করা হয়।